বিশ্বের যে কোন দেশ থেকে মক্কাতে আগত হাজিদের অভিজ্ঞ আলেম দ্বারা শরীয়াহ্ ভিত্তিক উমরাহ পালনে বিশেষ সেবা প্রদান করা হয়। হাজীদের সঙ্গে থেকে পবিত্র কাবাঘর, মাকামে ইবরাহীম ও সাফা-মারওয়া পাহাড়ের তথ্য ভিত্তিক পরিচিত ও দু’আ কালামসহ ত্বওয়াফ-সায়ী ও মাথা মূন্ডনের মাধ্যমে পরিপূর্ণ উমরাহ পালনের ব্যবস্থা করা হয়। বিঃদ্রঃ কারো হুইল চেয়ার প্রয়োজন হলে তা ব্যবস্থা করা হয়।